শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

জাতীয় কবির নামে খুলনায় সড়ক ও চত্বরের নামকরণ

প্রকাশের সময় : ২৬ মে, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনা বিশ্ববিদ্যালয়ের অদূরে জিরোপয়েন্টে কাজী নজরুল চত্বর নামকরণ করা হয়েছে। পীর খানজাহান আলী (রহ:) সেতু থেকে আটরা গিলাতলা পর্যন্ত বাইপাস সড়ককে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সড়ক নামকরণ করা হয়েছে। জেলা প্রশাসনের সুপারিশের পরিপ্রেক্ষিতে সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয় এ নামকরণের অনুমোদন দিয়েছে।
নজরুল জন্মজয়ন্তীর এক প্রকাশনায় উল্লেখ করা হয়েছে, বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদনগর এলাকায় জাতীয় কবি একবার পরিদর্শন করেন। এই প্রমাণাদির ভিত্তিতে জেলা প্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ করেন। ২০১৪ সালে জেলা প্রশাসন উল্লেখিত পয়েন্ট ও সড়কের নতুন নামকরণের জন্য সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ে সুপারিশ করে।
এই সুপারিশের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় সড়কটির নামকরণের অনুমতি দেয়। উল্লেখ্য, লবণচরা থেকে আটরা গিলাতলা পর্যন্ত ১৬ দশমিক ৫৪ কিলোমিটার অ্যাপ্রোচ সড়কটির নির্মাণ কাজ ২০০৫ সালে শেষ হয়। এ সড়ক নির্মাণের জন্য ১১৭ কোটি ৬২ লাখ টাকা খরচ হয়। জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন এ প্রকল্পের অর্থ যোগান দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন