ঘূর্নিঝড় ফনীর প্রভাবে ভোলার চরফ্যাশনের চর পাতিলা ও ঢালচরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে বিস্তর্নী এলাকা তলিয়ে গেছে। স্বাভাবিকের চেয়ে দেড় থেকে ২ ফুট পানি উঠায় আতংক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৩ মে) সকাল ১১টার পর এসব এলাকা প্লাবিত হয়েছে বলে স্থানীয় প্রশাসনের তথ্যে নিশ্চিত হওয়া গেছে।
ঢালচর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সালাম হাওলাদার জানান, অতি জোয়ারে পুরো এলাকা প্লাতি হয়েছে, বেশীরভাগ বিস্তর্নী জনপদ ২ ফুট পানির নিচে রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন। কখনো বৃষ্টিপাত হচ্চে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার নুরুল আমিন বলেন, ঘুর্নিঝড় ফনীর প্রভাবে বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর প্লাবিত হয়েছে। আমরা লোকজনকে আশ্রয় কেন্দ্রে যেতে বলছি পাশাপাশি নৌ পথে অনেক মানুষকে মুল ভুখন্ডে আশ্রয় নেয়ার কাজ চালিয়ে যাচ্ছি। অতি জোয়ারে কুকরী-মুকরীর বাধের বাইরের বেশ কিচু এলাকা প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন, বন বিভাগের বিট অফিসার সাইপুল ইসলাম।
এদিকে সকাল তেকে ভোলায় কয়েকদফা বৃষ্টিপাত হয়েছে। দুপুর ১২ টায় পর্যন্ত একই সাথে কখনো কালো মেঘ কখনো হাল্কা ও মাঝারী ধরনের বাতাস প্রবাহিত হচ্ছে। এতে উপকুল জুড়ে আতংক ছড়িয়ে পড়ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন