শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাবি ভিসিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

রাবি রিপোর্টার : | প্রকাশের সময় : ৪ মে, ২০১৯, ১২:০৫ এএম


 আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার পরও রাজশাহী বিশ^বিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগে সভাপতি নিয়োগ দেয়া নিয়ে রাজশাহী বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম আব্দুস সোবহানসহ প্রশাসনের ৪ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সিনিয়র সহকারি জজ আদালতে আইন ও ভূমি প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক শাহরিয়ার পারভেজ এ মামলা দায়ের করেন। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদি পক্ষের আইনজীবী নূরে কামরুজ্জামান ইরান।
মামলা সূত্রে জানা গেছে, ১ নং বিবাদী রাবির পক্ষে রেজিস্ট্রার, ২ নং বিবাদী বিশ^বিদ্যালয় ভিসি অধ্যাপক ড. এম আব্দুস সোবহান, ৩ নং রেজিস্ট্রার এম এ বারী এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে যোগদান করা আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম। রাজশাহী সিনিয়র সহকারি জজ আদালতের মামলা নাম্বার হলো মিস ভায়োলেশন ২৩/২০১৯।
বাদি পক্ষের আইনজীবী নূরে কামরুজ্জামান ইরান বলেন, গত ২১ এপ্রিল আদালতে ৬৭/১৯ নম্বর মোকদ্দমায় বাদি অস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থণা করলে ২৪ এপ্রিল রাজশাহী বিশ^বিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি নিয়োগে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। এরপর ২৫ এপ্রিল সকাল ৯ টা ০৫ মিনিটে আদালতের প্রসেস সারভার নিষেধাজ্ঞার কপি নিয়ে রেজিস্ট্রার দপ্তরে হাজির হন। কিন্তু রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা তার কাছ থেকে নিষেধাজ্ঞার কপি নেননি। বরং ওই সময়ে তাকে বসিয়ে রেখে অবমাননাকর কথা বলেন। প্রায় ১০টার কাছাকাছি সময়ে যখন তাকে বলা হয়েছে আপনি নিবেন কিনা তখন নিয়েছেন এবং তাকে অবমাননাকর কথা বলেছেন।
তাই দেওয়ানি কার্যবিধি আইনের আদেশ ৩৯ ধারাবিধি ২ এর ৩ মতে কেন তাদেরকে সিভিল জেলে ৬ মাস আটক করা হবে না বা তাদের সম্পত্তি ক্রোক করা হবে না এ মর্মে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে আইন ও ভূমি প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক শাহরিয়ার পারভেজ মামলা দায়েরের কথা স্বীকার করে বলেন, ‘আদালত অবমাননা করায় রাজশাহী বিশ^বিদ্যালয়ের ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।’

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন