শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গাবতলীতে ৩ ভুয়া ডিবি গ্রেফতার

প্রকাশের সময় : ২৬ মে, ২০১৬, ১২:০০ এএম

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার গাবতলীতে চাকু ও ভুয়া আইডি কার্ডসহ তিনজন ভুয়া ডিবিকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে থানার এসআই জাররা বাদী হয়ে মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলার সোনারায় ইউনিয়নের চারমাথা হতে পীরগাছা সড়কের পান্টিপোতা ব্রিজের উপর।
জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলার কাগইল ইউনিয়নের তেলকুপি পূর্বপাড়া গ্রামের মাহবুবুর রহমানের পুত্র সুজন মিয়া (২০) একই গ্রামের কবির উদ্দিন সাবলুর পুত্র আবির হোসেন মিম (২০) এবং কাগইল গ্রামের প্রতাপ চন্দ্র সাহার পুত্র পঞ্চম কুমার সাহাসহ (১৯) তিনজন সোনারায় ইউনিয়নের চারমাথা হতে পীরগাছা সড়কের পান্টিপোতা ব্রিজের উপর ছিনতাই করার উদ্দেশ্যে  মোটর সাইকেল আরোহীদেরকে থামিয়ে ডিবি পরিচয় দিয়ে কাগজপত্র যাচাই করছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন