আজ রোববার থেকে শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় বিমান সংস্থা এমিরেটসের বিশেষ রমযান সেবা। পবিত্র রমযান মাসে রোজা পালনকারী যাত্রীদের ইফতার ও সেহরির সময় বিশেষ খাবার পরিবেশন, ইনফ্লাইট বিনোদন ব্যবস্থায় ধর্মীয় বিভিন্ন প্রোগ্রাম ও দুবাই বিমানবন্দরে ১০ লাখ খেজুর সরবরাহ এই সেবার অন্তর্ভূক্ত হবে। গতকাল শনিবার এমিরেটস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্লাইট চলাকালীন যাত্রীদের ইফতারের জন্য উপযোগী পুষ্টিকর খাবার সমৃদ্ধ ইফতার বক্স প্রদান করা হবে। প্রতিটি বক্সে থাকবে কুসকুস সালাদ এবং গ্রিল চিকেন অথবা মৌদারদারা এবং চিকেন রোস্ট, স্যান্ডুইচ, স্পিনাস ফাতেয়ার অথবা টমেটো ও অনিয়ন ফাতেয়ার, নির্বাচিত মিষ্টি, খেজুর, লাবান এবং পানি। স্বাভাবিক মিলের অতিরিক্ত দেড় লক্ষাধিক ইফতার বক্স ফ্লাইটে দেয়া হবে। রমযান মাসের মাঝামাঝি সময়ে খাবারের এই মেন্যুতে পরিবর্তন আসবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রমযান মাসে নির্ধারিত কিছু ফ্লাইটে ইফতারকালীন বিশেষ খাবার পরিবেশন করা হবে, যার মধ্যে রয়েছে দুবাই ও গালফের মধ্যে চলাচলকারী এবং জেদ্দা ও মদিনায় উমরাহ যাত্রী বহনকারী ফ্লাইটসমূহ। এই মাসে জেদ্দা ও মদিনায় যাতায়াতকারী সকল ফ্লাইটে গরম খাবারের পরিবর্তে ঠাণ্ডা খাবার পরিবেশন করা হবে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত ৭টি এমিরেটস লাউঞ্জে রোজাদার যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। নামাজের জন্য আলাদা কক্ষ ছাড়াও সেহরি ও ইফতারের সময় সাধারণভাবে পরিবেশিত খাবারের সঙ্গে অতিরিক্ত হিসেবে থাকবে আরবীয় কফি, খেজুর এবং মিষ্টি। দুবাই বিমানবন্দরের নির্বাচিত ফ্লাইটের বোর্ডিং গেটে খেজুর এবং পানি অফার করা হবে যাত্রীদের। এছাড়া ঈদ উপলক্ষ্যেও যাত্রীদের জন্য বিশেষ সেবা প্রদানের ঘোষণা দিয়েছে দুবাইভিত্তিক এ উড়োজাহাজ সংস্থাটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন