শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

‘ঝিনাইদহে বিএনপি সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রে যেতে নিষেধ করছে আ.লীগ’

প্রকাশের সময় : ২৬ মে, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ সদর ও শৈলকূপার ২১টি ইউনিয়নের নির্বাচনে সরকার দলীয় লোকজন রামদা ও হাতুড়ি নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধামকি, পোলিং এজেন্ট দিতে বাধা, ভোটকেন্দ্র দখলের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি।এ অবস্থা চলতে থাকলে আগামী ২৮মে’র নির্বাচন বর্জন করতে বাধ্য হবে বলেও জানান বিএনপি নেতারা।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে জেলা বিএনপির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন দলের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক।সাংবাদিক সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে প্রার্থীদের নিয়ে নির্বাচনে আইন-শৃঙ্খলা কমিটির সভা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মোল্লাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালিয়ে পঙ্গু করে দিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন