শ্রমিকদের বেঁধে দেয়া ৭২ ঘণ্টার আলটিমেটাম ইউএন'র বিরুদ্ধে। ২৪ ঘণ্টার মাথায় নিজের ভুল স্বীকার করে সমঝোতা করলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি আফরিদা।
১লা মে দিবস পালনকে কেন্দ্র করে ইউএনও'র সাথে শ্রমিকদের ভুল বুঝাবুঝি হয়। একপর্যায় শ্রমিকরা ইউএনও'র উপর ক্ষুদ্ধ হয়। এনিয়ে শ্রমিকরা ইউএনওকে ৭২ঘন্টার মধ্যে ভূলস্বীকার করার আল্টিমেটাম দেন। শনিবার রাতে ইউএনও'র কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান সহ শ্রমিক নেতাদের উপস্থিতিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে ইউএনও'র সমঝোতা হয়। এ সময় মোটর শ্রমিক পরিবহন সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক রুস্তম আলী, ট্রাক-লরী সমিতির সভাপতি মোকসেদ আলী সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত গত ১ মে দিবসের শ্রমিকদের সভায় সরকারি নির্দেশনা এড়িয়ে ইউএনওর উপস্থিত না হওয়া ও পরে শ্রমিকদের অপমান করার অভিযোগ এনে শ্রমিকরা গত ৩ মে শুক্রবার সন্ধ্যায় কলেজ হাট অফিসে ইউএনওর বিরুদ্ধে এক প্রতিবাদ সভা করেন। সভায় তারা ইউএনওকে ৭২ ঘন্টার মধ্যে ভুল স্বীকার করার আলটিমেটাম দেন। সমঝোতা সভায় ইউএনও তার বক্তব্যে বলেন, ভবিষ্যতে আর এ ধরনের তার ভুল হবেনা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন