শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

অবশেষে শ্রমিকদের আল্টিমেটামের ২৪ ঘণ্টার মাথায় ভুল স্বীকার করলেন রাণীশংকৈল ইউএনও

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মে, ২০১৯, ৩:৫২ পিএম

শ্রমিকদের বেঁধে দেয়া ৭২ ঘণ্টার আলটিমেটাম ইউএন'র বিরুদ্ধে। ২৪ ঘণ্টার মাথায় নিজের ভুল স্বীকার করে সমঝোতা করলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি আফরিদা।

১লা মে দিবস পালনকে কেন্দ্র করে ইউএনও'র সাথে শ্রমিকদের ভুল বুঝাবুঝি হয়। একপর্যায় শ্রমিকরা ইউএনও'র উপর ক্ষুদ্ধ হয়। এনিয়ে শ্রমিকরা ইউএনওকে ৭২ঘন্টার মধ্যে ভূলস্বীকার করার আল্টিমেটাম দেন। শনিবার রাতে ইউএনও'র কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান সহ শ্রমিক নেতাদের উপস্থিতিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে ইউএনও'র সমঝোতা হয়। এ সময় মোটর শ্রমিক পরিবহন সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক রুস্তম আলী, ট্রাক-লরী সমিতির সভাপতি মোকসেদ আলী সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত গত ১ মে দিবসের শ্রমিকদের সভায় সরকারি নির্দেশনা এড়িয়ে ইউএনওর উপস্থিত না হওয়া ও পরে শ্রমিকদের অপমান করার অভিযোগ এনে শ্রমিকরা গত ৩ মে শুক্রবার সন্ধ্যায় কলেজ হাট অফিসে ইউএনওর বিরুদ্ধে এক প্রতিবাদ সভা করেন। সভায় তারা ইউএনওকে ৭২ ঘন্টার মধ্যে ভুল স্বীকার করার আলটিমেটাম দেন। সমঝোতা সভায় ইউএনও তার বক্তব্যে বলেন, ভবিষ্যতে আর এ ধরনের তার ভুল হবেনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Tariqul islam ৬ মে, ২০১৯, ৪:৪৯ পিএম says : 0
What was the fact , describe in details. Did UNO do any wrong in fact ? Do motor labour abide rules and regulations ? Does that lady become heplless against government labour org ( mostan / terrorist ) ? Labour are much powerful and out law, they have powerful men in throughout the country. They don't abide govt rules . Was Obidul Kader successfull over them. Why ? All terrorist / Mostan labours attacking a lady UNO . What did administration do that time ? Fiasco . Motor labour & owners must be regulated strictly. This incident is so disgraceful for whole administration ( bcs, non cader, police ) if the lady did not make any major fault . Should be thought sicerely.
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন