৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ শুরু হয়েছে। ০৬ মে থেকে শুরু হওয়া বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ চলবে আগামী ১ মে পর্যন্ত।
দিবসটি উপলক্ষ্যে ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগ ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যৌথভাবে র্যালীর আয়োজন করে। র্যালীটি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যলয় হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একইস্থানে এসে শেষ হয়।
র্যালীতে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নকিবুল বারী, বিআরটিএ এর সহকারী পরিচালক মো. আতিকুল আলম উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন