শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘ইনটিগ্রিটি ইন ব্যাংকিং’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম

ব্যাংকিং সেবাকে আরও কল্যাণমুখী ও আধুনিক করার লক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডে অনুষ্ঠিত হলো ‘ইনটিগ্রিটি ইন ব্যাংকিং’ শীর্ষক নির্বাহী উন্নয়ন কর্মশালা (এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম)। বুধবার ব্যাংকের ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত এ কর্মশালা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান। ইনস্টিটিউটের প্রিন্সিপাল নুরুল ইসলাম খলিফা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দিনব্যাপী কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয় ও নির্ধারিত শাখা সমূহের নির্বাহীগণ অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান ব্যাংকের সকল কার্যক্রমে প্রযুক্তিনির্ভর আধুনিক সেবা প্রদানের বিষয়ে নির্বাহীদের উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, একটি শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংক হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের যথেষ্ট সুনাম রয়েছে। ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে এ সুনাম ও মর্যাদা অক্ষুণœ রাখতে একযোগে কাজ করতে হবে। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী নির্বাহীগণকে তাদের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে সতর্ক করে দেয়ার পরামর্শ প্রদান করেন। স বিজ্ঞপ্তি

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন