ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জনতার হাতে ৪ গরুচোর আটোকের খবর পাওয়া গেছে।
পিলশ ও এলাকা সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলাযর লেহেম্বা ইউনিয়নের নিয়ানপুর এলাকায় গভীর রাতে ৪জন ব্যক্তিকে ঘুরাঘুরি করতে দেখে চোর সন্দেহে এলাকাবাসী আটক করে থানা পুলিশে সোপদ্দ কর। এস আই আহসান হাবিব জানান, আটককৃতরা হল হরিপুর উপজেলার চৌরঙ্গী বীরগড় গ্রামের সামসুজোহার ছেলে নাইম (২০), রাণীশংকৈলের ঘ্যানশামপুর গ্রামের ইব্রাহীমের ছেলে বেলাল (২৬), একই উপজেলার পৌরশহরের ভান্ডারা ঈদগাহ বসতির লুৎফরের ছেলে হিমেল রানা রুবেল (২৭) ও ভান্ডারা চাঁদনী এলাকার মতিউরের ছেলে তারেক (৩০)। তাদের নামে থানায় মামলা করা হয়েছে। পরদিন ৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে আসামীদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন