চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার নুনগোলা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে গতকাল (বৃহস্পতিবার) দুপুরে ছোট ভাই এর হাতে বড়ভাই সেনা সদস্য শহীদুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। নিহত শহীদুল ইসলাম বগুড়া সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ল্যান্স কর্পোরাল পদে কর্মরত ছিলেন। এই ঘটনায় পুলিশ নিহতের ছোট ভাই ঘাতক সফিউল ইসলাম (৩৬) কে গ্রেফতার করেছে।
গোমস্তাপুর থানার ওসি খন্দকার গোলাম মোর্তুজা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নুনগোলা গ্রামের হাদিকুল ইসলামের বাড়ির ছাদে জমি নিয়ে বিরোধ জের ধরে তার দুই ছেলে সেনা সদস্য শহীদুল ইসলাম ও তার ছোট ভাই সফিউল ইসলামের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ছোট ভাই সফিউল তার বড় ভাই শহীদুলের বুকে ছুরিকাঘাত করে। এতে শহীদুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এসময় ঘাতক সফিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন