শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সখিপুরে ৪ হাজার ২৫পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মে, ২০১৯, ১:৫৫ পিএম

টাঙ্গাইলের সখিপুরে ৪ হাজার২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ। আজ শনিবার সকালে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত রাতে (১০মে শুক্রবার) গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর এর সদস্যরা সখিপুর উপজেলার সিলিমপুর এলাকায় সবুজ আল মামুনের ঘরে অভিযান পরিচালনা করে। এসময় তার ঘরের ভেতর থাকা ট্রাভেলিং ব্যাগের মধ্যে থাকা ৪ হাজার ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সবুজ আল মামুনের স্ত্রী শারমিন সুলতানা সোমা আক্তার(২১) এবং সখিপুর উপজেলার সিলিমপুর বড় মৌষা এলাকার মো.মোংলা মিয়ার ছেলে মো.সোহেল মিয়া(১৯)কে গ্রেফতার করা হয়। এসময় অপর আসামী সবুজ মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা জানান, ট্রাভেলিং এজেন্সি ব্যবসার আড়ালে কক্সবাজার থেকে সু-কৌশলে ইয়াবা এনে টাঙ্গাইলের সখিপুর উপজেলাসহ এর আশে পাশের উপজেলা গুলোতে ইয়াবা ব্যবসায়ীদের সরবরাহ করে । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সখিপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ শনিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন