ফেনী জেলা সংবাদদাতা : ফেনীর ছাগলনাইয়া উপজেলায় নিখোঁজ বিএনপি নেতা একরামুল হক মজুমদারের (৬০) লাশ একটি খাল থেকে পাওয়া গেছে। একরামুল হক হিছাছড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ও পৌর বিএনপির সদস্য। তিনি ওই এলাকার মজুমদার বাড়ির মৃত বেলাল হোসেন মজুমদারের ছেলে। শুক্রবার সকাল ৭টার দিকে ছাগলনাইয়া পৌরসভার হিছাছড়া এলাকার একটি খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিখোঁজ হন।স্থানীয়রা জানায়, বুধবার অনুষ্ঠিত হওয়া ছাগলনাইয়া পৌর নির্বাচনে একরামুল হক বিএনপির প্রার্থী আবদুল হাদীর পক্ষে কাজ করেন। তিনি আওয়ামী লীগের প্রার্থী মাওলানা রফিকের বিরুদ্ধে কাজ করায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন