শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাণীনগরে খাটাসের ফাঁদে গৃহবধু মৃত্যু!

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ মে, ২০১৯, ৮:৪২ পিএম

নওগাঁর রাণীনগরে খাটাস (গাবরা) ধরতে বিদ্যুতের তার দিয়ে তৈরি পাতানো ফাঁদে স্পৃষ্ট হয়ে মনোয়ারা বিবি (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার মিরাট উত্তরপাড়া গ্রামে এঘটনা ঘটে। মনোয়ারা ওই গ্রামের শুকুর আলী খানের স্ত্রী। স্থানীয়রা জানিয়েছেন, শুকুর আলী খান দীর্ঘদিন ধরে কবুতর পালন করে আসছিলেন। প্রায় প্রতি রাতেই কবুতরের ট্যুংয়ে খাটাস এসে হানা দিতো। সেই খাটাসকে মারার জন্য শুকুর আলী বিদ্যুতের তার দিয়ে বিশেষ প্রক্রিয়ায় ফাঁদ তৈরি করে। রাতের বেলায় ওই ফাঁদে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতেন। সকালে আবার সংযোগ বিচ্ছন্ন করে রাখতেন। কিন্তু রোববার সকালে বিদ্যুতের সংযোগ বন্ধ না করেই শুকুর আলীর স্ত্রী মনোয়ারা বিবি কবুতর ছেড়ে দেবার জন্য ট্যুংয়ের মুখ খুলতে যান। এসময় পাতানো ফাঁদের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন