শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

ভারতের সাথে বাণিজ্য ঘাটতি ৩৫৭ কোটি মার্কিন ডলার

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ৯ মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ ৩৫৭ কোটি মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-মার্চ মেয়াদে ভারত থেকে ৪০৬ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন বু্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৩ প্রান্তিকে ৪৮ কোটি ৭৩ লাখ টাকার পণ্য ভারতে রপ্তানি করা হয়েছে। বাংলাদেশের আমদানি পণ্যের দ্বিতীয় বৃহত্তম উৎস ভারত। ওই দেশ থেকে তুলা, গাড়ি, রড এবং প্লাস্টিক আমদানি করে বাংলাদেশ।
অন্যদিকে বাংলাদেশের ২৫টি পণ্য ছাড়া অন্যসব ক্ষেত্রে শুল্কমুক্ত প্রবেশ সুবিধা দেয় ভারত। তবু দেশটিতে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়ছে না। গত ২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ ৫২ কোটি ৭১ লাখ মার্কিন ডলারের পণ্য ভারতে রপ্তানি করেছিল বাংলাদেশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন