শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা বাড়ানোর দাবি

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রে বিচারিক ক্ষমতা বাড়ানোর দাবি জানিয়েছেন বিসিএস প্রশাসনের কর্মকর্তারা। একইসঙ্গে তাদের কাজের গতি বাড়ানোর জন্য সোর্স মানি দেয়ার আহŸান জানিয়েছেন তারা। গতকাল শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে মোবাইল পরিচালনা জননিরাপত্তা ও সামজিক অপরাধ নিয়ন্ত্রন শীর্ষক কর্মশালায় এ দাবী জানান তারা। মন্ত্রী পরিষদ বিভাগের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব ফিল্ড এডমিনিস্ট্রেশন শীর্ষক কর্মসুচি ও ঢাকা বিভাগীয় কমিশনার কারলয়ের যৌথ উদ্যোগে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালার শুভ উদ্ধোধন করেন মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়েল সিনিয়র সচিব মোজাম্মেল হক খান। আইন, সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ শহিদুল হক খান। কর্মশালায় আরো বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক মো. নুরুল ইসলাম। সারা দেশ থেকে প্রশাসনিক ক্যাডারের বিভিন্ন পর্যায়ের প্রায় ২শ কর্মকর্তা এতে অংশ নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন