সমবায় সমিতি নিবন্ধনের জন্য টাকা নেওয়ার সময় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্র নাথ দাসকে হাতেনাতে ধরেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি গোদাগাড়ী টক অফ দ্যা টাউনে পরিনত হয়েছে।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলমের নেতৃত্বে ৮ সদস্যের একটি দল গতকাল মঙ্গলবার দুপুরে ওই কর্মকর্তাকে তার কার্যালয় থেকে আটক করে। কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, ঘুষের ৮ হাজার টাকা নেওয়ার সময় নৃপেন্দ্রকে গ্রেফতার করা হয়।
দুদকের এক র্কমকর্তা জানান, সরমংলা একতা মৎস্য চাষী সমবায় সমিতির নিবন্ধনের জন্য গত ১৩ মার্চ আব্দুল বাতেন নামের স্থানীয় এক ব্যক্তি আবেদন করেন। ওই সমিতির নিবন্ধনের জন্য বাতেনের কাছে নৃপেন্দ্র নাথ ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। নিরূপায় হয়ে আব্দুল বাতেন টাকা দিতে রাজি হন এবং প্রথম দফায় ৭ হাজার টাকাও নেন নৃপেন্দ্র।
এরপর আব্দুল বাতেন দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ে এ বিষয়ে অভিযোগ করলে দুদক ওই সমবায় কর্মকর্তাকে গ্রেফতারের প্রস্তুতি নেয়। মঙ্গলবার নিজ কার্যালয়ে ঘুষের বাকি ৮ হাজার টাকা নেওয়ার সময় নৃপেন্দ্র নাথ দাসকে আটক করে দুদকের দল। উপজেলা নির্বাহী অফিসার ঘটনা সম্পর্কে বলেন, দুদুক কর্মকর্তারা এসে তাকে আটক করে থানায় নিয়ে গেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন