রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য

আপনার প্রশ্ন

ডা. একেএম মাহমুদুল হক খায়ের | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৯, ১২:০৫ এএম

প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৩২। প্রায় দু’বছর হল বিয়ে করেছি। কিন্তু সন্তান হচ্ছেনা। বিশেষজ্ঞ ডাক্তার আমার ‘সিমেন’ পরীক্ষা করেছেন। তাতে ‘অলিগোস্পারমিয়া’ ধরা পড়েছে। এখন আমার কি করা দরকার।

সজল, কক্সবাজার। চট্টগ্রাম।
উত্তর : অলিগোস্পারমিয়া মানে হচ্ছে আপনার শুক্রানুর সংখ্যা কমে গিয়েছে। এই সংখ্যা ঠিক থাকা সন্তান জন্ম দানের জন্য অপরিহার্য। তবে এখন অনেক চিকিৎসায়ই শুক্রানুর সংখ্যা বৃদ্ধি করা সম্ভব। তাই দেরী না করে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
প্রশ্ন : আমি বিবাহিতা। বয়স ৩৪। আমার দু’হাতের নখগুলো দিন দিন বিবর্ণ হয়ে যাচ্ছে। এতে আমার সৌন্দর্য-হানি হচ্ছে। আমি অতি দ্রæত এর সমাধান চাই।
-মিসেস সালমা। কেরাণীগঞ্জ।
উত্তর : বর্তমান আধুনিক কসমেটিক চিকিৎসার মাধ্যমে আপনার নখের স্বাভাবিক রং, তথা উজ্জ্বলতা ফিরিয়ে আনা সম্ভব।
প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৫০। আমার মাথায় পাকা চুলে কলব অর্থাৎ রং লাগালে মাথায় চুলকানিসহ চর্মরোগ হয়ে যায়। এতে আমার বেশ কষ্ট হচ্ছে। এর কোন চিকিৎসা আছে কি?
-আফজাল হোসেন। নবাবগঞ্জ ঢাকা।
উত্তর : আপনার রোগটির নাম-এলার্জিক কন্টাক্ট ডারমাটাইটিস পরীক্ষা-নিরিক্ষার পর চিকিৎসা করালে এ থেকে পরিত্রাণ সম্ভব।

ত্বক, যৌন, সেক্স ও এলার্জি বিশেষজ্ঞ
এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স)।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৯৯০০০০১৯১।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন