শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চেয়ারম্যান প্রার্থীর গাড়িবহরে হামলা-আগুন, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৯, ১২:০৩ এএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর গাড়ি আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে ৮টি গাড়ি।
গত বুধবার রাতের এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী নাছিমা লুৎফুরের ২০ জন সমর্থক আহত হন। তবে হামলার সময় প্রার্থী গাড়ি বহরে ছিলেন না। ঘটনার পর পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রার্থীর নির্বাচনী সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোশাহেদ হোসেন ভ‚ইয়া জানান, উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামে গণসংযোগ শেষে গাড়ি বহর নিয়ে নাছিমার সমর্থকরা ফেরার পথে বুধবার রাত সাড়ে ১০টার দিকে বুল্লা গ্রামের এক্তারপুর ব্রিজ এলাকায় হামলার এ ঘটনা ঘটে। তারা হরষপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমানর ভূইয়ার বাড়ির সামনে পৌছলে চেয়ারম্যানের ছেলে উপজেলা যুবলীগের সহ-সম্পাদক দর্পন রহমান ভ‚ইয়া ও যুবলীগ সদস্য মো. আসমত আলীর নেতৃত্বে ৩০/৪০ জন রামদা, বল্লম, লাঠি-সোটা, রড নিয়ে অর্তকিত গাড়ি বহরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় একটি গাড়িতে অগ্নিসংযোগ করে। হামলায় ফরিদ মিয়া, মামুন ভূইয়া, রাজা মিয়া, সোহরাব হোসেন ইকবাল, মজিবুর, লিটন, আমির হোসেন, শফিকুর রহমান, গাড়ির ড্রাইভার লাক্ষু, রমজান, মো. মোশাররফ গনি আহত হন। আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। মাধবপুর থেকে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌছে গাড়ির আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনার রাতেই সহকারী কমিশনার (ভূমি) এবিএম মসিউজ্জামান ও বিজয়নগর থানার ওসি (তদন্ত) সুমন কুমার আদিত্য ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান, প্রধান নির্বাচনী সম্বনয়ক ইঞ্জিনিয়ার মোশাহেদ হোসেন ভূইয়া। বিজয়নগর থানার ওসি (তদন্ত ) সুমন কুমার আদিত্য জানান, রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন