বৈরী আবহাওয়ায় ঢাকায় নামতে না পেরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরী অবতরণ করেছে দুটি ফ্লাইট। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকামুখী বিমানের ফ্লাইট (বিজি-৪৯২) শাহ আমানতে অবতরণ করে। এরপর সৈয়দপুর থেকে ঢাকামুখী রিজেন্ট এয়ারওয়েজের আরেকটি ফ্লাইট (১৫৮) চট্টগ্রামে অবতরণ করে। সন্ধা ৭টায় রাজধানীতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইটের ওঠা-নামা বন্ধ হয়ে যায় বলে জানা গেছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক (বেবিচক) উইং কমান্ডার এবিএম সরওয়ার ই জামান বলেন, ঢাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফ্লাইট নামতে পারছে না। দু’টি ফ্লাইট ইতোমধ্যে চট্টগ্রামে ডাইভার্ট করা হয়েছে। আরও ফ্লাইট চট্টগ্রামে অবতরণের সম্ভাবনা আছে। এ জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বিমান বন্দর কর্তৃপক্ষ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন