এবারও অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তিতে একচেটিয়া সাফল্য ধরে রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। ২০১৮ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে গত ১৪ মে প্রকাশিত তুরাগ থানার অধীনে ৬৫টি বৃত্তির সবকটিই এককভাবে অর্জন করেছে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। এ থানার অধীনে প্রদত্ত ২২টি ট্যালেন্টপুল এবং ৪৩টি সাধারণ বৃত্তির সবগুলো এককভাবে অর্জন করে মাইলস্টোনের শিক্ষার্থীরা নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। ট্যালেন্টপুল এবং সাধারণ মিলিয়ে নিজ থানায় এককভাবে সবগুলো বৃত্তি অর্জনকারী মাইলস্টোনের মেধাবী শিক্ষার্থীদের প্রতি অফুরান শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম, প্রশাসনিক ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্নেল এম. কামালউদ্দিন ভূঁইয়া (অব.) এবং পরিচালক মো. মাসুদ আলম।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকগণসহ সংশ্লিষ্ট সকলের প্রতি এক অভিনন্দন বার্তায় তারা বলেন, সাফল্যের এক একটি মুকুট নিজেদের করে সামনের দিকে এগিয়ে চলছে মাইলস্টোন কলেজ। প্রতিটি ফলাফলের পর এ কথাই প্রমাণ করে যে, মাইলস্টোন গুণগতমানের সেরা শিক্ষা প্রদানে আপোষহীন। তারা বলেন, এখানকার প্রতিটি ছাত্র-ছাত্রীর আগামী দিন মানে স্বযোগ্যতায় জীবনকে নের্তৃত্ব দিতে সুন্দরের পথে এগিয়ে চলা। -প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন