শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ওবায়দুল কাদের আজ অফিস করবেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মে, ২০১৯, ১২:০৪ এএম

দুই মাস ১৫ দিন পর আজ রোববার অফিস করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সকাল ১০টায় সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কার্যালয়ে যাবেন।
গতকাল শনিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আবু নাসের সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ সকাল ১০টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক সভা এবং গণমাধ্যমের সঙ্গে মন্ত্রী মতবিনিময় করবেন।
উল্লেখ্য, গত ৩ মার্চ হার্ট অ্যাটাকের পর ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। গত ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়। গত ৫ এপ্রিল তিনি হাসপাতাল ছাড়লেও সেখানে একটি ভাড়া বাসায় ওঠেন। সেখানে থেকে তিনি ফলোআপ চিকিৎসায় নিয়ে গত বুধবার দেশে ফেরেন।#

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
ম নাছিরউদ্দীন শাহ ১৯ মে, ২০১৯, ১:৪৮ এএম says : 0
মহান আল্লাহর করুনা দয়াতে নতুনভাবে ভাবে পাওয়া এই জীবন মানবতার কল্যাণ দেশ ও জাতির কল্যাণময় হয়। সে ভাবে কাজ করুন। আপনী বড়ই সুভাগ্যবান এত বড় বিশাল হ্নদয়ের মহান নেতার মাতৃত্বের পরম মমতা ভরা স্নেহ আন্তরিকতায় এই নব জীবনের সুচনা হলো। মাননীয় প্রধান মন্ত্রীর শোকরিয়া আদায় করলে ও শেষ হবেনা। এই জীবন তাহার নামে উৎসর্গীকৃত হয়ে গেল। একদম বেশী বলিনি। আপনাদের কোনো নেতা কর্মকর্তা চিকিৎসা সেবার অভাবের কারনে মরবেন না। বিশ্ব মান বতার মা আপনাদের মহান নেতা। আপনী শারীরিক ভাবে ভাল থাকুন এই প্রার্থনা করি।
Total Reply(0)
ম নাছিরউদ্দীন শাহ ১৯ মে, ২০১৯, ১:৪৮ এএম says : 0
মহান আল্লাহর করুনা দয়াতে নতুনভাবে ভাবে পাওয়া এই জীবন মানবতার কল্যাণ দেশ ও জাতির কল্যাণময় হয়। সে ভাবে কাজ করুন। আপনী বড়ই সুভাগ্যবান এত বড় বিশাল হ্নদয়ের মহান নেতার মাতৃত্বের পরম মমতা ভরা স্নেহ আন্তরিকতায় এই নব জীবনের সুচনা হলো। মাননীয় প্রধান মন্ত্রীর শোকরিয়া আদায় করলে ও শেষ হবেনা। এই জীবন তাহার নামে উৎসর্গীকৃত হয়ে গেল। একদম বেশী বলিনি। আপনাদের কোনো নেতা কর্মকর্তা চিকিৎসা সেবার অভাবের কারনে মরবেন না। বিশ্ব মান বতার মা আপনাদের মহান নেতা। আপনী শারীরিক ভাবে ভাল থাকুন এই প্রার্থনা করি।
Total Reply(0)
খালেদ হোসেন ১৯ মে, ২০১৯, ৪:৫৬ এএম says : 0
অফিস করার দরকারটা কি? আরো বছর খানেক রেষ্ট নিলে হয়।
Total Reply(0)
Billal Hosen ১৯ মে, ২০১৯, ৯:২২ এএম says : 0
1. আর যখন তোমরা কথা বলবে, তখন ইনসাফ করো।’ {আন‘আম: ১৫২} 2. ‘আর আমার বান্দাদেরকে বল, তারা যেন এমন কথা বলে, যা অতি সুন্দর। নিশ্চয় শয়তান তাদের মধ্যে বৈরিতা সৃষ্টি করে; নিশ্চয় শয়তান মানুষের স্পষ্ট শত্রু।’ {সূরা বানী ইসরাঈল, আয়াত :৫৩}
Total Reply(0)
Billal Hosen ১৯ মে, ২০১৯, ৯:২৩ এএম says : 0
আল্লাহ তাআলা বলেন: মুমিনগণ পরস্পর ভাই অতএব, তোমাদের ভাইদের মধ্যে সংশোধন-মীমাংসা করে দাও। (সূরা আল হুজুরাত, আয়াত: ১০)
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন