শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পাকশীতে বিএনপিসহ দুই প্রার্থীর নির্বাচন বর্জন

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের ভোট চলাকালে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এনামুল হক বিশ্বাসের সমর্থকদের কেন্দ্র দখল করে সিলমারা, সাধারণ ভোটারদের কেন্দ্রে আসাতে বাধা প্রদান, হুমকি প্রদর্শন ও ভোট কার চুপির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম এবং বিএনপিধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তপন সরদার নির্বাচন বর্জন করেছেন। আজ বেলা পৌনে ১১টাার দিকে ভোট চলাকালে রুপপুস্থ নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান সেলিম। তিনি অভিযোগ করেন নির্বাচনের সুষ্ঠু কোন পরিবেশ নেই। নৌকা প্রতীক প্রার্থী ও তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে নিজের ও তার সমর্থকদের নিরাপত্তা এবং সম্মান রক্ষার্থে নির্বাচন বর্জন ছাড়া পথ নেই বলে তিনি দাবী করেন। এদিকে ধানের শীষের প্রার্থী তপন সরদার ভোট কারচুপি অভিযোগ করে সংবাদ কর্মীদের জানান, আমি এই প্রহসনের নির্বাচন বর্জন করলাম।
উল্লেখ্য, আজ ৫ম দফা নির্বাচনে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ৭ ও সাঁথিয়া উপজেলার ৯ ইউনিয়নসহ ১৬টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন