নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সহিংসতার ঘটনা ঘটছে। শনিবার ভোট চলাকালে দুপুর পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে অন্তত ১৫ জন।
স্থানীয়রা জানায়, সকাল ৯টায় বিশনন্দী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জসিম উদ্দিনের ফুটবল প্রতীকের সামনে সিল মারাকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরগ প্রতীকে আলী আক্কাশের সাথে বাত বিতণ্ডা এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আলী আক্কাশ, শাহজালাল, শওকত, ইয়ানুসসহ ৭ জন আহত হয়। খাগকান্দা ইউনিয়নের ১নং ওয়ার্ডের শম্ভুপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থী তালা প্রতীকের জাকির হোসেনের সমর্থকদের সাথে মোরগ প্রতীকে মোতালিবের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ৮ জন আহত হয়। হাইজাদী ৭নং ওয়ার্ডের সিংহদী মাদ্রাসা কেন্দ্রে ২ মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষের কারণে এক ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত রাখা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন