যশোর ব্যুরো : যশোর জেলার বাগারপাড়া উপজেলার ১নং জহুরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
আজ শনিবার সকাল ১০ টার দিকে কেন্দ্র দখল ও এজেন্টদের বের করে দেয়ার অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।
ভোট বর্জনের বিষয়ে মোস্তফা কামাল বলেন, ইউনিয়নের ৯টি কেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী লীগের প্রার্থী দিলু পাটোয়ারীর সমর্থক নেতা কর্মীরা। এরমধ্যে ৪টি কেন্দ্র দখল ও ৩টি কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করে বলেন, আমার সমর্থক ও বিএনপি নেতা-কর্মীর ওপর ও তাদের বাড়ি ঘরেও হামলা চালিয়েছে আওয়ামী লীগের কর্মীরা। কেন্দ্র দখল ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ভোট বর্জনের ঘোষণা দিয়েছি। উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচন বর্জনের বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে বলে তিনি জানান।
ভোট বয়কটের কারণসহ সার্বিক পরিস্থিতি যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে বলে জানান বিএনপির এ প্রার্থী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন