শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্যারিয়ার

সাইক-জিএম ২১ লাখ গাড়ি প্রত্যাহার করবে

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : মার্কিন বহুজাতিক গাড়ি নির্মাতা কোম্পানি জেনারেল মোটরস (জিএম) ও চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সাইক মোটর করপোরেশনের যৌথ উদ্যোগ সাইক-জিএম প্রায় ২১ লাখ ৬০ হাজার গাড়ি প্রত্যাহার করতে যাচ্ছে। গাড়িগুলোর ক্র্যাঙ্ককেসের বায়ু চলাচল ভালভে মরিচা ধরার আশঙ্কায় চীনের বাজার থেকে এ পরিমাণ গাড়ি প্রত্যাহার করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত গাড়ির মধ্যে ৮ লাখ ৩৩ হাজার ৯২২ বুইক এক্সেলস, ১১ লাখ ৫০ হাজার শেভি ক্রুজ, ১ লাখ ৫৮ হাজার ৯৬৫ শেভি এপিকাস ও ১৮ হাজার ২৩৭ শেভি আভেয়োস রয়েছে। পর্যবেক্ষক সংস্থা কোয়ালিটি সুপারভিশন, ইনস্পেকশন অ্যান্ড কোয়ারেন্টাইনের সাধারণ প্রশাসন নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। কোম্পানি ত্রুটি মেরামত করতে বিনামূল্যে ক্র্যাঙ্ককেস বায়ু চলাচল ভালভ প্রতিস্থাপন করবে। চলতি বছরের ১৫ আগস্ট থেকে গাড়ি প্রত্যাহার শুরু হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন