কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন দুর্গম পাহাড়ি এলাকায় এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে গত রোববার রাত প্রায় সোয়া ১১ টায় থানার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নাইক্ষ্যছড়া এলাকায়। নিহত ক্যহ্লা চিং মারমা ওয়ার্ড যুবলীগ সভাপতি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে নিজ ঘরে অবস্থান করছিল যুবলীগ নেতা ক্যহ্লা চিং মারমা। রাত প্রায় সোয়া ১১টার সময় একদল সশস্ত্র সন্ত্রাসী ক্যহ্লাকে বাসা থেকে ডেকে নিয়ে অদূরেই তাকে গুলি করে। তার মৃত্যু নিশ্চিত করেই সন্ত্রাসীরা এলাকা ত্যাগ করে।
পরবর্তিতে চন্দ্রঘোনা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এব্যাপারে যোগাযোগ করা হলে চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন বলেন, নিহত যুবলীগ নেতার লাশ গতকাল সোমবার পোস্টমর্টেমের জন্য রাঙামাটি পাঠানো হয়েছে। কারা এঘটনার সাথে জড়িত তা তদন্ত না করে এখনই বলা যাবে না। বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমার সাথে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার জন্য সরাসরি আঞ্চলিক দল জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীদের দায়ী করে বলেন, তারাই (জেএসএস) ক্যহ্লাকে হত্যা করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন