ঝালকাঠি সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রীকে (১৮) উত্যক্ত করার দায়ে মো. নাঈম (২৬) নামে এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এ আদেশ প্রদান করেন। নাঈম পেশায় একজন টাইলস মিস্ত্রি।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ঝালকাঠি সদর উপজেলার জয়সী গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে মো. নাঈম সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে কলেজে যাওয়া আসার সময় প্রায়ই উত্যক্ত করতো। বিষয়টি সে শিক্ষক ও অভিভাবকদের জানায়। গতকাল সকালে সে বাড়ি থেকে কলেজে আসার সময় নাঈম তাকে উত্যক্ত করছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়ে নাঈমকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। ভবিষ্যতে সে আর ওই ছাত্রীকে উত্যক্ত করবে না বলেও প্রতিশ্রæতি দেয় ভ্রাম্যমাণ আদালতের কাছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন