শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

তালীমী বোর্ড উত্তরার ৩য় বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মে, ২০১৯, ২:৩৮ পিএম

বৃহত্তর উত্তরার কওমি মাদরাসাসমূহের সমন্বয়ে গঠিত বেফাকের সহযোগী আঞ্চলিক শিক্ষা বোর্ড “হাইআতুত তা’লীম ওয়াততারবিয়া লিলমাদারিসিল কওমিয়া” (তালীমী বোর্ড উত্তরা) ঢাকা’র ৩য় বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বুধবার সকাল ৯টায় বোর্ড কার্যালয় জামিয়া বাবুস সালাম বিমানবন্দরে পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মুহাম্মদ আব্বাস বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব আল্লামা শায়েখ আব্দুল কুদ্দুস এর নিকট ফলাফল হস্তান্তর করেন।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বোর্ডের প্রধান উপদেষ্টা আল্লামা শায়েখ আযীমুদ্দিন, বোর্ডের অন্যতম উপদেষ্টা মুফতি রুহুল আমিন উজানবী, চেয়ারম্যান মুফতি কেফায়াতুল্লাহ আলআযহারী, সিনিয়র সহসভাপতি মাওলানা আনিছুর রহমান, সহসভাপতি মাওলানা মুফতি শহিদুল্লাহ, মাওলানা আকরাম আলী খান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল ওয়াহিদ, মহাসচিব মাওলানা হিদায়াতুল্লাহ ছিদ্দিকী, যুগ্ম মহাসচিববৃন্দ, পরীক্ষা কমিটির সদস্যগণ, নিরীক্ষকবৃন্দ, বোর্ড কমিটির সদস্যবৃন্দ ও পরীক্ষায় অংশগ্রহণকারী মাদরাসাসমূহের পরিচালক, শিক্ষাসচিব ও শিক্ষকবৃন্দ।

এবারের বৃত্তি পরীক্ষায় দরসিয়াত বিভাগে ২৮১ জন ও হিফযুল কুরআন বিভাগে ৮৪৮ জনসহ মোট ১১৫৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। গড় পাসের হার ৯১.৮৮%। দরসিয়াতে ৮৯.৭১% এবং হিফযুল কুরআনে ৯২.৬৮%। দরসিয়াত ও হিফযুল কুরআনের বিভিন্ন স্তরে ৭০ জন বৃত্তির জন্য মনোনীত হয়। হিফয ও দরসিয়াতে মোট অ+ (মুমতায) পেয়েছে ২৬৮ জন।
পরীক্ষার ফলাফলের সকল তথ্য বোর্ডের নিজস্ব ওয়েব সাইড http://www.talimiboarduttara.com এ পাওয়া যাবে।

ফলাফল অনুষ্ঠানের আলোচনায় বোর্ডের চেয়ারম্যান মুফতি কেফায়াতুল্লাহ আল আযহারী বলেন, গত বছরের চেয়ে এবারের ফলাফল সব দিক থেকেই অনেক ভাল। বোর্ড ও মাদরাসাগুলোর সমন্বিত উদ্দ্যোগ ও মনোযোগের ফলে ছাত্রদের মাঝে পড়ালেখায় প্রতিযোগিতা ভাব ফুটে উঠেছে। আশা করি ভবিষ্যতে এ ধারাবাহিকতা বজায় থাকলে শিক্ষা দীক্ষার মান উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে। ইনশাআল্লাহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
আব্বাস ২৩ মে, ২০১৯, ৭:৫২ এএম says : 0
বৃহত্তর উত্তরা অঞ্চলে কওমী মাদরাসার পড়ালেখার অগ্রগতিতে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে তালীমী বোর্ড উত্তরা”
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন