স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দেশের চারটি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হলেও বৃহত্তর ময়মনসিংহ জেলার ঐক্য অটুট থাকবে।
গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকা’ আয়োজিত ‘বৃহত্তর ময়মনসিংহ জেলার ২২৯ বছরপূর্তি উপলক্ষে’ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সংস্কৃতির বন্ধনকে কখনও বিভক্ত করা যায় না। আর ময়মনসিংহ বিভাগের চার জেলা এবং কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার আচার-আচারণ ও কৃষ্টিকালচার এক ও অভিন্ন।
এ বিষয়ে আশরাফ আরও বলেন, তাই ঐক্যবদ্ধ ময়মনসিংহ থাকবে বলে আমি বিশ্বাস করি। নতুন বিভাগ এতে কোন প্রভাব ফেলবে না।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান রাহাত খানের সভাপতিত্বে আলোচনা সভার উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রীড়া ও যুব উপমন্ত্রী আরিফ খান জয়, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল, বিডি নিউজের উপদেষ্টা সম্পাদক আমানুল্লাহ কবির, আইটি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার, নাট্যব্যক্তিত্ব ম. হামিদ, সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব হারুন হাবিবসহ আরও অনেকে।
সভায় রওশন এরশাদ বলেন, দেশের প্রায় ছয় কোটি মানুষ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে। কৃষি প্রধান এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সুযোগ খুবই সীমিত। দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে সরকার যে একশত অর্থনৈতিক অঞ্চল করার ঘোষণা করেছেন তার একটি এ (ময়মনসিংহ) অঞ্চলে করা উচিত। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। অনুষ্ঠানের শুরুতে ময়মনসিংহ জেলার ২২৯ বছরপূর্তি উপলক্ষে কেক কাটা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন