শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

প্রধানমন্ত্রীর কাছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবী জানালেন পীর সাহেব ফান্দাউকী

ফান্দাউক দরবারে ঐতিহাসিক বদর দিবস পালিত

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মে, ২০১৯, ৮:১৮ পিএম

নাসিরনগরের ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে ১৭ রামাদ্বান ঐতিহাসিক পবিত্র বদর দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দরবারের পীর ও বাংলাদেশ আঞ্জুমান খাদিমুল ইসলামের আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ সালেহ আহমাদ মামুন আল-হোসাইনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব ডাঃ রাফি উদ্দিন আহমেদ, উপস্থিত ছিলেন দরবারের পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী, ফান্দাউক ইউপির সাবেক চেয়ারম্যান জনাব শাহআলম, জাজ কোম্পানী লিমিটেডের এমডি জনাব মোঃ জাকারিয়া চৌধুরী, ফান্দাউক মদিনাতুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুবকর ভূইয়া, জনাব কাউসার আহমাদ, মাওলানা ইব্রাহিম সিদ্দিকী, দৈনিক ইত্তেফাকের নাসিরনগর প্রতিনিধি আক্তার হোসেন ভূইয়া, দৈনিক ইনকিলাবের মাধবপুর উপজেলা সংবাদদাতা কেএম সামছুল হক আল-মামুন প্রমূখ। পীর সাহেব ফান্দাউকী তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন মুসলমানদের ঐতিহাসিক এই বিজয়ের দিনে ফান্দাউক দরবার থেকে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের জোর আবদার কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করুন। পরিশেষে মুসলিম উম্মাহর মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন