শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ধানের ন্যায্যমূল্যের দাবিতে সড়ক অবরোধ

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৯, ১২:০৩ এএম

ধানসহ উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ ও সরকারি ভাবে প্রকৃত কৃষকের কাছে ধান ক্রয়ের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে কৃষক ক্ষেত মজুর সংগ্রাম পরিষদ। গতকাল শনিবার দুপুরে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়ক খোচাবাড়ি এলাকায় কৃষকরা ধানের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করে আন্দোলনকারীরা। পরে তারা রাস্তায় ধান ফেলে সড়ক অবরোধ করে। এ সময় বক্তব্য রাখেন মাহবুব আলম রুবেল, আহসানুল হাবিব, রেজয়ানুল হক রিজু, সাইফুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
সড়ক অবরোধের কারণে উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে যায়। প্রায় ঘন্টা ব্যাপী অবরোধ শেষে আন্দোলন কারীরা কর্মসূচি তুলে নেয়। বক্তারা অভিযোগ করে বলেন ইউএনও, ডিসিরা ধান কেনা নাটক তৈরি করছে সরকার সেই দৃশ্য উপভোগ করছে। খাদ্য বিভাগে ব্যবসায়ী সিন্ডিকেড পার্টি এ সুযোগ নিয়ে তাদের কারবার বাগিয়ে নিচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন