শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লাল নিশানেই ভরসা

ভেঙে পড়েছে সেতুর গার্ডার বিম

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৯, ১২:০৩ এএম

সিলেটের ওসমানীনগরে ভেঙে পড়েছে সিলেট-ঢাকা মহাসড়কের সাদিখালের ওপর নির্মিত সাদিপুর সেতুর উত্তর পাশের গার্ডার বিম। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিকট শব্দে হঠাৎ করে সেতুর ওপরে গার্ডার টানা বিমটি বিকট শব্দে ভেঙে পড়ায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পরে। স্থানীয়রা অনেকেই মনে করেছিলেন সম্ভবত পুরো সেতুটি ভেঙে পড়ে গেছে।
সেতুর গার্ডার ভেঙে যাওয়ায় যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা বিচ্ছিন্ন হতে পারে সিলেটের সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা। গার্ডার বিম ভেঙে যাওয়ার দু’দিন অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো মেরামতের ব্যবস্থা গ্রহণ করেননি। সেতুর পাশে লাল নিশান টানিয়ে দায় সেড়েছে। সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়–য়া বলেন, সাদিপুর সেতুর ওপরের গার্ডার বিম ভেঙে পড়ায় সেতুর কোনো ক্ষতি হবে না। দু’একদিনের মধ্যে ভেঙে যাওয়া গার্ডার বিম লাগিয়ে ফেলব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন