শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নজরুলের কাছ থেকে সাহস ও প্রতিবাদের ভাষা শিখেছি

ময়মনসিংহে শিক্ষামন্ত্রী

বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৯, ১২:০৩ এএম

যে কোন প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের নিত্যসঙ্গী বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি। তিনি বলেছেন, জীবনের নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে সংগ্রামবহুল জীবন কেটেছে কবি নজরুলের। কঠিন বাস্তবতাতেও তিনি দমে যাননি। অন্যায়ের সঙ্গে আপস করেননি।
স্বাধিকার ও স্বাধীনতার আকাঙ্খার কারণে তাকে ইংরেজ সরকারের জেল-জুলুম সহ্য করতে হয়েছে। একজন কবি মানুষের অধিকার ও সাম্যের কথা বলায় ব্রিটিশ শাসকগোষ্ঠীর বিরাগভাজন হয়েছেন, কারাবরণ করেছেন। ধর্ম ব্যবসায়ী ফতোয়াবাজদের মুখোশ খুলে দেওয়ায় কাফের নামেও অভিহিত হয়েছেন।
কিন্তু কোন কিছুই জাতীয় কবিকে ভীত করে দমাতে পারেনি। আমরা তাঁর কাছ থেকে লাভ করেছি সাহস ও ধৈর্য্য, অর্জন করেছি প্রতিবাদের ভাষা। আর তাই ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে এবং আজো আমাদের যে কোন প্রতিবাদে নজরুল আমাদের নিত্যসঙ্গী। গতকাল বিকেলে ময়মনসিংহের ত্রিশালে কবির বাল্য স্মৃতিবিজড়িত দরিরামপুর নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে তিন দিনব্যাপী নজরুল জন্ম জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কাজী খালিদ বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমিন মাদানী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবিপৌত্রী ও কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য খিলখিল কাজী। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. বিশ্বজিৎ ঘোষ নজরুল স্মারক বক্তা হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল।
নজরুলের সঙ্গীত ও সাহিত্যকে দেশে-বিদেশে ছড়িয়ে দিতে আরো গবেষণা করার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেন, নজরুল ইন্সটিটিউট অনেক গবেষণা করছে। নজরুল সাহিত্যকে বিশ্ববাসীর সামনে পরিচিত ও আদৃত করতে আরো বেশি তাকে অনুবাদ করতে হবে। বাংলার সৃজনশীল সাহিত্যকে আরো সমৃদ্ধ করতে বিদেশী ভাষায় আমাদের সাহিত্যকে আরো অনুবাদ করা জরুরি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন যে স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে চলছি সেটি সফল হলে নজরুলের স্বপ্নও স্বার্থক হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন