শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বন্ধ হলো হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি

হিলি সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৯, ১২:০২ এএম

সরকার শতকরা ২৮ শতাংশ থেকে শুল্ক বাড়িয়ে ৫৫ শতাংশ করার ঘোষণা দেয়ায় ফলে গত বুধবার থেকে বন্ধ হয়ে গেছে চাল আমদানি। তবে অন্যান্য পণ্য আমদানি স্বাভাবিক রয়েছে।
নন-বাসমতি মোটা চাল আমদানি না হলেও সরকারের বেঁধে দেয়া শতকরা ২৮ শতাংশ শুল্ক দিয়ে চিকন জাতের সম্পা কাটারি চাল আমদানি করেছে হিলি স্থলবন্দরের আমদানিকারকেরা। ফলে, বছরের শুরু জানুয়ারি থেকে চলতি মে মাসের ২২ তারিখ পর্যন্ত গত ৫ মাসে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি হয়েছে ৪৪ হাজার ৬৩০ মেট্রিক টন। যার বিপরিতে সরকার রাজস্ব পেয়েছে ৪১ কোটি ৩৯ লাক্ষ্য ৭৫ হাজার ৭১৬ টাকা। এদিকে নতুন শুল্কের আওতায় ৬২.৫ মেট্রিক টন চালের ছাড়পত্র দেয়ায় সরকার পেয়েছে ১০ লাখ ৪৮ হাজার ৭৫০ টাকার রাজস্ব।
পানামা পোর্ট কতৃপক্ষ বলছেন চাল আমদানিতে শুল্ক বেড়ে ওঠায় বন্দরেরের পানামা পোর্টে ৫ টি ট্রাকে ১৫০ মেট্রিক টন চাল বোঝাই নিয়ে খালাসের অপেক্ষায় রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন