রাজধানীর মালিবাগ মোড়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় দায়িত্বরত এক নারী পুলিশসহ (এএসআই) তিনজন আহত হয়েছেন।
রোববার রাত পৌনে ৯ টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত ওই নারী পুলিশের নাম (এএসআই) রাশেদা। ওই নারী পুলিশ ছাড়াও দুই রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে গাড়িচালক কনস্টেবল শফিক বলেন, ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা কী যেন ছুঁড়ে মারে। এতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। এ সময় আশপাশের দালানের গ্লাসও ভেঙ্গে গেছে বলে জানান ওই কনস্টেবল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন