শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাড়ে চার মাসেও অধরা আসামি

গাইবান্ধায় ব্যবসায়ী খুন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৯, ১২:০৩ এএম

গোবিন্দগঞ্জ মোঘলটুলি এলাকার ব্যবসায়ী সৈয়দ আপেল মাহমুদ (৩২) হত্যার সাড়ে চার মাস পেরিয়ে গেলেও একজন আসামীকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। চলতি বছরের ১০ জানুয়ারি বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার আক্রান্ত চিকিৎসাধীন মা আয়েশা বেগমকে (৫২) দেখে হাসপাতাল থেকে বের হওয়ার পর অজ্ঞাতস্থানে নিয়ে গিয়ে দুবর্ৃৃত্তরা তাকে হত্যা করে। এ ঘটনায় আপেলের চাচা পরদিন ১১ জানুয়ারি সৈয়দ আব্দুল করিম বাদী হয়ে বগুড়ার কাহালু থানায় কয়েকজনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। কাহালু থানার পুলিশ ও আপেলের পরিবার সূত্রে জানা যায়, ১০ জানুয়ারি গোবিন্দগঞ্জ থেকে আপেল মাহমুদ তার মা আয়েশা বেগমকে দেখতে সন্ধ্যার দিকে টিএমএসএস হাসপাতালে যান। এরপর হাসপাতাল থেকে বের হয়ে গোবিন্দগঞ্জ সিটি ব্যাংকের তৎকালীন ম্যানেজার আবু রায়হান মো. জিন্নাতুল আলম শ্যামলের বদলীজনিত কারণে বগুড়ার একটি অভিজাত হোটেলে বিদায় অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল আপেলের। এরপর থেকে নিখোঁজ হন তিনি। তার ব্যক্তিগত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। ওই রাতেই তার লাশ পাওয়া যায় বগুড়ার কাহালু উপজেলার বারমাইল-নামুজা সড়কের ছাতারপুকুর এলাকায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন