ভোলা সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পশ্চিম ইলিশা বিশ্বরোড এলাকার হাওলাদার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ৭২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. মোক্তার হোসেন বলেন, অগিকাণ্ডে ছোট-বড় মিলে প্রায় ১৬টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৭২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরী করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন