গাজীপুর মহানগরের চান্দরায় অভিযান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্রসহ যুবলীগ নেতা রাশেদুজ্জামান জুয়েল মন্ডল ওরফে পিস্তল জুয়েলকে গ্রেফতার করেছে র্যাব-১ সদস্যরা। এ ঘটনায় জিএমপির গাছা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। জুয়েল মন্ডল গ্রেফতারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্থি ফিরে এসেছে।
গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মামুন মন্ডল জানান, জুয়েল সাবেক গাছা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও বর্তমানে গাছা থানা যুবলীগ সভাপতি প্রার্থী এবং চান্দুরা এলাকার মৃত আব্দুল হাই মন্ডলের ছেলে।
র্যাব-১ এর কমান্ডার লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম জানান, জুয়েলের বিরুদ্ধে জমি দখল, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ১১ টি মামলা রয়েছে।
গাছা এলাকায় সে মাদক কারবারিদের গড ফাদার হিসেবেও পরিচিত। সোমবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে জুয়েল মন্ডলের স্থানীয় গাছা চান্দরার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ঘর থেকে ৫ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগজিনসহ দুইটি অবৈধ বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। অস্ত্র ব্যবসার কাজে ব্যবহৃত জুয়েলের দুটি অত্যাধুনিক মোবাইল ফোনও উদ্ধার করা হয় বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়। সোমবার সন্ধ্যার পর তাকে গাছা থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে র্যাব-১ এর জেসিও নায়েব সুবেদার শ্রী কিরণ চন্দ্র সরকার বাদী হয়ে গাছা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন