তাল একটি মৌসুমী ফল। মৌসুম অনুযায়ী গাছে গাছে এখন কচি তাল বা তালের আষাঢ়ী শোভা পাচ্ছে। রাস্তা-ঘাটে, বাজারে- বন্দরেও বিক্রি হচ্ছে মনোলোভা তালের আষাঢ়ী। প্রচন্ড রোদ ও ভ্যাপসা গরমে মানুষ ব্যাপকভাবে তালের আষাঢ়ী কিনে খাচ্ছে। কিন্তু গাছে এখন পাকা তাল না থাকলেও একশ্রেণীর ভেজাল ব্যবসায়ী নরসিংদী বাজারে তালের বড়া বিক্রি করে মানুষকে প্রতারিত করছে। বছরের পর বছর ধরে দুর্নীতিবাজ ভেজাল ব্যবসায়ীরা নরসিংদী বাজারে এই ভুয়া তালের বড়া বিক্রি করলেও স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছেনা। একদিকে চলছে তালের আষাঢ়ীর বেচাকেনা,আরেক দিকে চলছে ভেজাল তালের বড়ার ব্যবসা। পবিত্র রমজান মাসেও এ ভেজাল ব্যবসায়ীরা ভেজাল তালের বড়া বিক্রি করতে কুণ্ঠিত হচ্ছে না। ভেজাল তালের বড়া বিক্রি করে রোজাদারদের প্রতারিত করছে।
খবর নিয়ে জানা গেছে, প্রতিবছর এই ভেজাল ব্যবসায়ীরা দু-একটি পাকা তাল কিনে শুকিয়ে রাখে। এসব শুকনা তাল প্রদর্শন করে আকর্ষণীয় টেক্সটাইল রং, আটা ও ময়দা আর চিনি দিয়ে বড়া বানিয়ে দোকানের সামনে বড় সিলভার ডিশে সাজিয়ে রাখে। তালের বড়া প্রমাণ করার জন্য ডিশের এক পাশে দিয়ে রাখে একটি শুকনা তাল। সাধারণ মানুষ বারোমাসী তাল ভেবে এসব তালের বড়া কিনে নিয়ে প্রতারিত হয়। বছরের পর বছর ধরে তালের বড়ার এই প্রতারণার ব্যবসা চালিয়ে ভেজাল ব্যবসায়ীরা নিজেরা মোটা অংকের টাকার মালিক হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। দিনের পর দিন এইটা স্টাইল রং মিশ্রিত কথিত তালের বড়া খেয়ে মানুষের স্বাস্থ্যহানি ঘটছে। মিষ্টি খাদ্য হিসেবে এসব তালের বড়া পছন্দ করে কিনে নিচ্ছে শিশু-কিশোরা। গ্রাম থেকে বাজারে আসা শিশু-কিশোররা তাদের পিতা-মাতার কাছে বায়না ধরে এসব কথিত তালের বড়া কিনতে বাধ্য করছে। গাছে এখন তালের আষাঢ়ী, বড়া ব্যবসায়ীরা তাল পায় কোথায়?, সচেতন গ্রাহকরা এই প্রশ্ন করলে ভেজাল ব্যবসায়ীরা গ্রাহকদেরকে অকথ্য ভাষায় গালাগাল করছে এমনকি মারধোর করতেও উদ্যত হচ্ছে। এই অবস্থায় সঙ্ঘবদ্ধ ভেজাল ব্যবসায়ীদের সামনে ভেজাল ব্যবসার কোন প্রতিবাদ করতে পারছে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন