নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নকে মাদক মুক্ত ও বাল্য বিয়ে মুক্ত করার লক্ষ্যে নবীন-প্রবীণদের নিয়ে মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার শুরুতেই নবীন ও প্রবীণদের নিয়ে একটি সচেতনতা মূলক র্যালী বের করা হয়। এই মেলার মূল আকর্ষন ছিলো গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে নতুন করে তুলে ধরার লক্ষ্যে নবীন-প্রবীণদের অংশগ্রহণে একটি প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা। বুধবার চেরাগপুর ইউনিয়নের ধনজইল গ্রামে দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন চেরাগপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী শীবনাথ মিশ্র (শিবু)। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বেলুন ফাটানো, সূচে সুতা পড়ানো, সাতগুটি, ভারসাম্য দৌড়, ধীরগতিতে সাইকেল চালানো এবং পুকুরে হাঁস ধরাসহ নানা খেলার আয়োজন করা হয়। খেলাগুলোতে নবীন ও প্রবীন নারী-পুরুষরা স্বস্তর্ফূতভাবে অংশগ্রহণ করে। এসময় এই ঐতিহ্যবাহী খেলা দেখার জন্য শত শত উৎসুক জনতা ভীড় জমান। পিকেএসএফ-এর অর্থায়নে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মস‚চীর আওতায় নওগাঁর বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী এই প্রতিযোগিতার আয়োজন করে। এসময় আরো উপস্থিত ছিলেন মৌসুমী সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর প্রোগ্রাম কর্মকর্তা আব্দুর রউফ পাভেল, বীর মুক্তিযোদ্ধা মাজেদ আলী সরদার প্রমূখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। নবীন-প্রবীণ মেলাকে কেন্দ্র করে এলাকায় সাজ-সাজ রব পরে যায়। গ্রামীণ খেলায় মেতে উঠে এলাকার নবীন ও প্রবীণরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন