প্রধানমন্ত্রীর সাহায্য তহবিল থেকে হতদরিদ্র ১৫ অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য দেওয়া প্রায় ৭ লাখ টাকার চেক হস্তান্তর করলেন ঝিনাইদহ-৩ আসনের সাংসদ অ্যাড. শফিকুল আজম খাঁন।
বুধবার দুপুরে নিজ বাসায় তিনি এই চেক অসুস্থ ব্যাক্তিদের হাতে তুলে দেন। সাংসদ শফিকুল আজম খাঁন জানান, ১ এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার ১৫ জন অসুস্থ অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী এই অর্থ বরাদ্ধ দিয়েছেন। বরাদ্ধের ৬ লাখ ৮০ হাজার টাকার চেকগুলো তিনি সকলের হাতে তুলে দেন। এ সময় মহেশপুর সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি আবুল হোসেন লিটন, যুবলীগ নেতা মুকুল গাজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন