সিলেটের বিশ্বনাথে সোমবার সকালে সরকারি উদ্যোগে উপজেলায় ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ফাতেমা- তুজ-জোহরা। কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি মূল্যে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত (লক্ষমাত্রা শেষ হওয়া পর্যন্ত) ধান সংগ্রহ করা হবে। উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত একজন কৃষক ১২০ কেজি থেকে ৩ হাজার কেজি পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন।
বিশ্বনাথ এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আহাদের সভাপতিত্বে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল আলম ভূইয়া শাওন, খাদ্য পরিদর্শক মোঃ মিনার আলী, উপানুষ্ঠানিক শিক্ষার প্রোগ্রাম অফিসার মোঃ আল-আমীন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন