বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বেফাকের ৪২তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

গড় পাসের হার ৭৭ দশমিক ৯৬ শতাংশ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৯, ১২:০৮ এএম

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর ৪২তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। গড় পাশের হার ৭৭.৯৬%। ছাত্রদের পাশের হার ৮৩.২৭%। ছাত্রীদের পাশের হার ৬৯.৯৯%। এ পরীক্ষা গত ৮ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সারাদেশের ৫২৩টি বাক ও ৬৬৭টি বালিকা কেন্দ্রে তাকমীল (এম.এ.) ব্যতিত ৬টি স্তরে মোট পরীক্ষার্থী ১ লাখ ৫২ হাজার ৪৮০ জন অংশগ্রহণ করে। এতে বালক ৮৬ হাজার ৩৪০ জন এবং বালিকা ৬১ হাজার ১৪০ জন অংশ নেয়।

স্টার মার্ক পেয়েছে ২১ হাজার ১৬৬ জন। প্রথম বিভাগে পাশ করেছে ২৬ হাজার ১০৩ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ১৪৮ জন।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় যাত্রাবাড়ি কাজলা ভাঙ্গাপ্রেসস্থ বেফাক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী আবু ইউসুফ পরীক্ষার ফলাফলের ফাইল বেফাকের সিনিয়র সহ-সভাপতি শাইখুল হাদীস আল্লামা আশরাফ আলীর নিকট হস্তান্তরের পর তিনি আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এ সময় আল্লামা আশরাফ আলী (দা. বা.) বলেন, কওমী মাদরাসার পরীক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়ে ফলাফলে সফলতার নজীর স্থাপন করেছে। এরাই যোগ্য আলেম হয়ে জাতির সামনে ইসলামের বাণী তুলে ধরবে বলে আমার একান্ত বিশ্বাস।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বেফাকের সহ-সভাপতি মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, বেফাকের সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক ও মুফতি নুরুল আমীন, মহাপরিচালক অধ্যাপক মাওলানা যুবায়ের আহমদ চৌধুরী, অর্থ সচিব মনিরুজ্জামান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী আমিনুল হক, মাওলানা আব্দুর রশিদ ও মুহাম্মদ রফিকুল হকসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন মাদরাসা থেকে আগত মুহতামিমরা উপস্থিত ছিলেন।

ফযীলত (স্নাতক) পরীক্ষায় বালক শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে নারায়ণগঞ্জ জেলার মাদানীনগর মাদরাসার মুহাম্মদ আব্দুল্লাহ প্রাপ্ত নম্বর ৭৬৬, ২য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়া ইসলামিয়া বাইতুন নূর ওয়াসা রোড উত্তর পশ্চিম যাত্রাবাড়ী মাদরাসার মুহাম্মদ ইকরামুল হাসান আহমদ প্রাপ্ত নম্বর ৭৬৪, ৩য় স্থান অধিকার করেছে একই মাদরাসার মাহবুবুল আলম প্রাপ্ত নম্বর ৭৬১। বালিকা শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ঢাকা জেলার মাদরাসা ফাতেমাতুজ্জাহরা (রা.) মুহাম্মদপুর এর নাঈমা হুসাইন প্রাপ্ত নম্বর ৬৭৩, ২য় স্থান অধিকার করেছে কিশোরগঞ্জ জেলার আয়েশা সিদ্দীকা (রা.) কওমী মহিলা মাদরাসার স্বল্প মারিয়া এর মাইমুনা প্রাপ্ত নম্বর ৬৬০, ৩য় স্থান অধিকার করেছে বরিশাল জেলার চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদ মহিলা শাখা এর তাকওয়া তাজুন্নুর প্রাপ্ত নম্বর ৬৫৫।
পরীক্ষার ফলাফলের সকল তথ্য বেফাকের নিজস্ব ওয়েব সাইট www.wifaqresult.com তে পাওয়া যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
ourislam24.com ৩১ মে, ২০১৯, ২:২৪ এএম says : 0
তাকমিল ছাড়া সকল জামাতের রেজাল্ট একসাথে সকাল ১০ টায় প্রকাশিত হয়েছে। হয়তো সার্ভার সমস্যার কারণে রেজাল্ট দেখাচ্ছে না।
Total Reply(0)
Kawsar Ahmad ৩১ মে, ২০১৯, ২:২৫ এএম says : 0
ইবতিদাইয়্যাহ মারহালায় মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিলো।
Total Reply(0)
Shamsul Haque ৩১ মে, ২০১৯, ২:২৬ এএম says : 0
কিভাবে শরহে বেকায়ার রেজাল্ট দেখতে পারব plz তেহ একটা লিংক দেন
Total Reply(0)
Ayesha Akter Swornali ৩১ মে, ২০১৯, ২:২৭ এএম says : 0
ইবতিদাইয়্যহতে মেধাস্থানটা কি ছেলে মেয়ে আলাদা করে? আর এই মেধাস্থানটা কি সারা বাংলাদেশের মধ্যে??
Total Reply(0)
Nahid Hassan ৩১ মে, ২০১৯, ১০:১৮ এএম says : 0
সকলকে অভিনন্দন জানাচ্ছি
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন