দুপচাঁচিয়া উপজেলা চৌমুহানী হাট বাজারে সরকারি ভাবে সাপ্তাহিক খাজনা আদায়ে বাঁধা দেওয়ায় গত শুক্রবার স্থানীয় মেম্বার আজাহার আলীকে স্থানীয় প্রশাসন আটক করে। পরে এ ধরনের ঘটনা আর না করার অঙ্গীকারে মুচলিকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে, উপজেলার চৌমুহানী হাট বাজার চলতি বাংলা ১৪২৬ ইজারাদার নির্বাচিত না হওয়ায় সরকারি ভাবে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তার মাধ্যমে সাপ্তাহিক খাজনা আদায় করা হচ্ছে। ঘটনার দিন গত শুক্রবার উক্ত চৌমুহানী হাট বার। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হাটের খাজনা আদায় করতে গেলে স্থানীয় মেম্বার আজাহার আলী তাকে বাঁধা দেয়।
এ ব্যাপারে উপজেলার নির্বাহী অফিসার এস.এম জাকির হোসেন জানান, চৌমুহানী হাটের সরকারি খাজনা আদায়ে বাঁধা দেওয়া বিষয়টি জানতে পেরে তিনি পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে যান এবং স্থানীয় মেম্বার আজাহার আলীকে আটক করে নিয়ে আসেন। মেম্বার আজাহার আলী তার ভুল স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কাজ আর না করার অঙ্গীকার করে মুচলিকা লিখে দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য চৌমুহানী এই হাটের ইজারা নিয়ে আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন