নাটোরের সিংড়ায় গতকাল রোববার তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দ্রুততম সময়ে বাংলাদেশ বিশ্বের রোল মডেলে রুপ নিয়েছে। প্রতিমন্ত্রী রোববার অগ্নিকান্ড, সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে মারা যাওয়া ও অসুস্থ দরিদ্র রোগী ও পরিবারদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন। এ সময় তিনি বিভিন্ন দুর্ঘটনায় নিহত ৫টি পরিবারকে ৭০ হাজার টাকা, অগ্নিদগ্ধ ১ জনকে ১০ হাজার টাকা, অগ্নিকান্ডে ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত ১ জনকে ২ বান্ডিল টিন ও নগদ ৬ হাজার টাকা। প্যারালাইজড আক্রান্ত সাহাবুলের মেয়ের লেখাপড়ার খরচের জন্য নগদ ৬ হাজার টাকা ও তাড়াই গ্রামে ব্রেন ক্যান্সারে আক্রান্ত স্বাধীনকে নগদ ৪ হাজার টাকা প্রদান করেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন