শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প্রবাস জীবন

চন্ডিগড়ে কাশ্মিরী ছাত্রদের ইফতার বক্স বিতরণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৯, ১২:০৫ এএম

পাঞ্জাবের চন্ডিগড়ে আরিয়ান গ্রুপের কলেজ শিক্ষার্থীরা রমজানের পবিত্র মাস উদযাপন করার জন্য ক্যাম্পাসে একটি ইফতার আয়োজন করেছিল। শিক্ষার্থীরা রোজাদারদের মাঝে বিনামূল্যে ইফতার বক্স বিতরণ করে। কাশ্মীরি শিক্ষার্থীদের ইফতার বক্সে ছিল খেজুর, কলা, বিরিয়ানি এবং জুস। আরিয়ান গ্রুপের চেয়ারম্যান আরিয়ান ক্যাটরিয়া বলেন, আরিয়ানে অধ্যয়নরত বেশিরভাগ ছাত্র কাশ্মীর উপত্যকা থেকে এসেছেন। তিনি আরো যোগ করেন যে, এসব ছাত্র তাদের দৈনন্দিন শিক্ষা কার্যক্রমের পাশাপাশি জেএফএন্ডকে ইফতার টিম গঠন করেছে। তারা দরিদ্র ছাড়াও সব মুসলিম ছাত্রদের মাঝে ইফতার বিতরণ করে। তাদের এ কার্যক্রমে চরম সাম্প্রদায়িক ভারতীয় সমাজে উদার মানসিকতার পরিচয় বহন করে। ভারতীয় প্রশাসনের চরম নির্যাতন নিষ্পেষণে পিষ্ট কাশ্মিরীরা নিজেরা চরম দারিদ্র্য, বঞ্চনায় বড় হলেও অপরের প্রতি তাদের দরদের যে কমতি নেই এটা তারই প্রমাণ। সূত্র : জি কে নিউজ নেটওয়ার্ক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন