শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

পাসওয়াডের মজার তথ্য

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

অনেকেই আছেন নিজের ডিভাইসের গোপনীয়তা সুনিশ্চিত করতে বার বার পাসওয়ার্ড বদল করেন। অনেকে এটাতেই স্বাচ্ছন্দবোধ করেন আবার অনেকের ক্ষেত্রেই এমন হয়েছে, নিজের পাসওয়ার্ড নিজেই ভুলে গিয়েছেন। তাই পাসওয়ার্ড মনে রাখতে অনেকেই নিজের মতো করে ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করেন। সম্প্রতি পাসওয়ার্ড নিয়ে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, ২১% মানুষ আছেন যারা ১০ বছর ধরে একই পাসওয়ার্ড ব্যবহার করছেন। কখনও পরিবর্তন করার প্রয়োজনই মনে করেননি। বরং পুরাতন পাসওয়ার্ডেই তাদের ভরসা বেশি বলে মত। আর ৪৭% মানুষের মত, তারা একই পাসওয়ার্ড ৫ বছর ধরে ব্যবহার করছেন। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড চুরিও স্বাভাবিক একটা ব্যাপার হে দাঁড়িয়েছে। তাই পাসওয়ার্ডের সুরক্ষা বাড়াতে সব মাধ্যমেই এসেছে টু-স্টেপ সিকিউরিটি। ই-মেইল, মোবাইল এসএমএসে লক এবং ভেরিফিকেশন পাসওয়ার্ডের সুরক্ষা বাড়িয়েছে এটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন