শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

আইনজীবী রোবট!

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

বেকার হস্টলার নামে একটি মার্কিন ল ফার্ম এবার পৃথিবীর প্রথম রোবট উকিল নিযুক্ত করতে যাচ্ছে। তাই এবার রোবটকে দেখা যাবে আইনজীবীর ভূমিকায়। যান্ত্রিক উকিলটির নাম দেয়া হয়েছে রস। টরেন্ট বিশ্ববিদ্যালয়ে ২০১৪ সাল থেকে এই রোবট উকিলের নির্মাণ শুরু হয়েছিল বলে জানিয়েছেন রসের প্রস্তুতকারক সংস্থা রস ইন্টালিজেন্স। প্রথম বাণিজ্যিক কাজের সুযোগ পেতে ‘রস’কে আইনি শিক্ষা পাওয়ার মাত্র দশ মাসের কম সময় অপেক্ষা করতে হয়েছে। অপর দিকে ফার্মের চিফ ইনফরমেশন অফিসার বব ক্রিগ জানিয়েছেন, সমস্থ রকমের আইনি কার্যাবলীতেও পাকাপোক্ত ‘রস’ সঠিক ভাবে ক্লায়েন্টদের উপদেশ দিতে পারবে।

স জাকির হোসেন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন