সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাছ শিকার বন্ধ তবুও ব্যস্ত তারা

কাপ্তাই (রাঙ্গামাটি) থেকে কবির হোসেন : | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৯, ১২:০৩ এএম

কাপ্তাই হ্রদে জেলেদের তিন মাস যাবৎ সকল ধরনের মাছ শিকার বন্ধ থাকার ফলে তাদের মাছধরা জাল ও নৌকা এ ফাঁকে মেরামত কাজে ব্যস্ত সময় পাড় করছেন কারিগড়রা। রাঙ্গামাটি জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক দেশের বৃহৎ পরিকল্পিত হ্রদে মাছের প্রজননের জন্য মে থেকে তিন মাস যাবৎ সকল ধরনের মাছ শিকার বন্ধ থাকে।

এ ফাঁকে জেলেরা তাদের মাছ ধরা নৌকা ও ফাঁটা-ছেড়া জাল মেরামতের কাজে ব্যস্ত সময় পাড় করতে দেখা যায়। কারিগড় শহর জল দাশ বলেন, তিন মাস মাছ শিকার নিষিদ্ধ থাকার ফলে আমাদের আর কোন কাজ নেই তাই জালগুলো সেলাই করে নিচ্ছি। আবার অনেক বড় ব্যবসায়ীরা এ সময় নতুন জাল বুনছে বলে স্বপন দাশ জানান।

এদিকে বল্লরাম জল দাশ বলেন, জালের পাশাপাশি আমাদের মাছধরা নৌকাও আমরা মেরামত করে নিচ্ছি। প্রতিদিন মেরামত কাজে কারিগড়া ব্যস্ত সময় কাটার পাশিপাশি সুখ ও দু:খের কথা সেরে নিচ্ছেন বলে জেলেরা উল্লেখ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন